হাদীর খুনিদের মতো অসংখ্য খুনি আমাদের চারপাশেই প্রতিনিয়ত বিচরণ করে। সুযোগ পেলেই তারা হাদীদের মতো মানুষকে নিষ্ঠুরভাবে পিষে ফেলতে উদ্যত হয়। এরা ভিনগ্রহের কেউ নয়—এরা আমাদেরই সমাজের পরিচিত মুখ, যাদের অপকর্ম ও নৈতিক অবক্ষয় আমাদের অজানা নয়।
দুঃখজনক বাস্তবতা হলো, হাদীরা জীবিত থাকতে আমরা তাদের যথাযথ মূল্যায়ন করি না; কিন্তু মৃত্যুর পর আবেগে ভেসে গিয়ে চোখের জলে বুক ভাসাই। অথচ আমরা প্রায়শই ভুলে যাই—হাদীর গন্তব্য আর আমাদের সবার গন্তব্য এক ও অভিন্ন। আজ হাদীর যে পরিণতি হয়েছে, পরিণামে সেই একই সত্য আমাদের সবার জন্যও অপেক্ষমান।
আল্লাহ তায়ালা সতর্ক করে বলেন—
“তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের পাকড়াও করবে।”