প্রিয় হাদি, তুমি মহান রবের সান্নিধ্যে চলে গেছো। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আল্লাহ তায়ালা তোমাকে সর্বোত্তম প্রতিদান দান করবেন।
আজ তুমি বেঁচে থাকলে হয়তো যে খেদমতগুলো করা সম্ভব হতো না, বিশ্বাস করো—তোমার শহীদী মৃত্যুর উসিলায় তার চেয়েও বহুগুণ বেশি কল্যাণ সাধিত হচ্ছে। জীবিত অবস্থায় হয়তো অনেকেই তোমার নাম জানতো না, অথচ আজ অগণিত হৃদয় তোমার জন্য দোয়ায় রত।
পরম করুণাময় রবের নিকট তুমি সর্বোত্তম অবস্থানে থাকো—এই কামনাই রইল।