সাধারণ জনগণ বাস্তবে কখনোই প্রকৃত স্বাধীনতা অর্জন করে না। ইতিহাসজুড়ে দেখা যায়, যুদ্ধ সংঘটিত হয় রাজাদের মধ্যে—দেশে দেশে, রাজ্যে রাজ্যে—আর সেই যুদ্ধের ভার বহন করে প্রজারা। জীবন দেয় সাধারণ মানুষ, অথচ স্বাধীনতার স্বীকৃতি ও কৃতিত্ব গিয়ে জমা হয় শাসকের নামে। সুফল ভোগ করে ক্ষমতাসীনরা, আর প্রজারা আজীবন বঞ্চনার চক্রেই আবদ্ধ থাকে।

জয় কিংবা পরাজয়—উভয়ই সাধারণ মানুষের জন্য মূলত মুখের কথা মাত্র; বাস্তব সুবিধা তাদের ভাগ্যে জোটে না। রাজা বদলায়, রাজ্যের নাম বদলায়, শাসনব্যবস্থার রূপান্তর ঘটে—কিন্তু স্বাধীনতা কার্যত সীমাবদ্ধ থাকে শাসকগোষ্ঠীর মধ্যেই। প্রজারা যুগের পর যুগ কেবল শোষণ সহ্য করে যায়। ইতিহাসের ধারাবাহিকতায় এটাই বারবার প্রতিষ্ঠিত সত্য।