Abdul Halim Rasel dibagikan pos  
1 di

47 di

বরুণা— তোমার নির্মল স্নিগ্ধ সুবাস
আজও আমায় হাতছানি দিয়ে ডাকে,
অন্তহীন মরুভূমির বুকে
তোমার নিঃশ্বাসের মতো জলের সন্ধান,
যেখানে তৃষ্ণা মানে শুধু আরেক জন্মের অপেক্ষা।

তোমার ছায়ার ভাঁজে
হারিয়েছি হাজার পথের মানচিত্র,
তবু প্রতিটি ধুলোবিন্দুতে
তোমার নাম বুনেছি—
একটি ধোঁয়া-ভরা ভালোবাসার অক্ষরে।