Изучите увлекательный контент и разнообразные точки зрения на нашей странице «Обнаружение». Находите свежие идеи и участвуйте в содержательных беседах
হাদীর খুনিদের মতো অসংখ্য খুনি আমাদের চারপাশেই প্রতিনিয়ত বিচরণ করে। সুযোগ পেলেই তারা হাদীদের মতো মানুষকে নিষ্ঠুরভাবে পিষে ফেলতে উদ্যত হয়। এরা ভিনগ্রহের কেউ নয়—এরা আমাদেরই সমাজের পরিচিত মুখ, যাদের অপকর্ম ও নৈতিক অবক্ষয় আমাদের অজানা নয়।
দুঃখজনক বাস্তবতা হলো, হাদীরা জীবিত থাকতে আমরা তাদের যথাযথ মূল্যায়ন করি না; কিন্তু মৃত্যুর পর আবেগে ভেসে গিয়ে চোখের জলে বুক ভাসাই। অথচ আমরা প্রায়শই ভুলে যাই—হাদীর গন্তব্য আর আমাদের সবার গন্তব্য এক ও অভিন্ন। আজ হাদীর যে পরিণতি হয়েছে, পরিণামে সেই একই সত্য আমাদের সবার জন্যও অপেক্ষমান।
আল্লাহ তায়ালা সতর্ক করে বলেন—
“তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের পাকড়াও করবে।”
প্রিয় হাদি, তুমি মহান রবের সান্নিধ্যে চলে গেছো। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আল্লাহ তায়ালা তোমাকে সর্বোত্তম প্রতিদান দান করবেন।
আজ তুমি বেঁচে থাকলে হয়তো যে খেদমতগুলো করা সম্ভব হতো না, বিশ্বাস করো—তোমার শহীদী মৃত্যুর উসিলায় তার চেয়েও বহুগুণ বেশি কল্যাণ সাধিত হচ্ছে। জীবিত অবস্থায় হয়তো অনেকেই তোমার নাম জানতো না, অথচ আজ অগণিত হৃদয় তোমার জন্য দোয়ায় রত।
পরম করুণাময় রবের নিকট তুমি সর্বোত্তম অবস্থানে থাকো—এই কামনাই রইল।